আন্তর্জাতিক

এবার ১০০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ট্রেন ছোটাবে চিন

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : দ্রুততম ট্রেন চালাতে চলেছে চিন। গতি হবে ১০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০২৫-এর মধ্যেই চালু হয়ে যাবে সেই ট্রেন। বর্তমানে ৩৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের বুলেট ট্রেন রয়েছে চিনের কাছে। এবার আসছে নতুন প্রযুক্তির বুলেট ট্রেন।

চিনের চেংড়ুতে অনুষ্ঠত হওয়া 2018 National Mass Innovation and Entrepreneurship Week-এ দেখানো হয়েছে সেই নতুন ট্রেনের মডেল। জানা গিয়েছে ট্রেনটি মাটি থেকে ১০০ মিলিমিটার উপর দিয়ে যাবে। এক নতুন ম্যাগনেটিকক প্রযুক্তির জন্য রেল লাইন ও ট্রেনের মধ্যে এই ভ্যাকুয়াল থাকতে হবে।

প্রথমে ট্রেনতি ধীরগতিতে চলা শুরু করবে। তারপর ক্রমশ ১০০০ কিমি/ ঘণ্টা গতি তুলবে। তবে এই গতিতেও যাত্রীরা আরামেই থাকবে তাদের কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে ট্রেন প্রস্ততকারী সংস্থা। আমেরিকার সংস্থার সঙ্গে যৌথভাবে এই ট্রেন তৈরি করবে চিনা সংস্থা।

Hyperloop Transportation Technologies ও Hyperloop One-এর মত কিছু মার্কিন সংস্থা উচ্চগতির ট্রেন বানানোর চেষ্টা করছে। আপাতত চিনেই রয়েছে বিশ্বের দীর্ঘতম উচ্চগতিসম্পন্ন রেল লাইন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension