ভারত

কলকাতার ইডেন গার্ডেনে অগ্নিকাণ্ড

সামনেই বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনে। এ উপলক্ষে ইডেনকে নতুন করে সাজানোর কাজ চলছে। সেই কাজের মাঝপথেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইডেনের ড্রেসিং রুমে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার রাত ১১টা ৫০ নাগাদ ইডেনের ড্রেসিং রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি। তারাই আগুন নিয়ন্ত্রণে আনে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ড্রেসিং রুমের কাঠের ফলস সিলিং থেকে এই আগুনের ধোঁয়া দেখতে পায় ইডেনের সংস্কারের কাজে যুক্ত শ্রমিকরা। তারাই ইডেন কর্তৃপক্ষকে জানায়। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। এরই মধ্যে সিলিং এর আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগে সেই অংশটি ভেঙে ফেলা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগে থাকতে পারে। ইডেনের খবর পেয়ে সেখানে ছুটে যান বেঙ্গল ক্রিকেট বোর্ড (সিএবি)-র যুগ্ম সচিব দেবব্রত দাস। তিনি জানেন কাজে অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। সেমিফাইনালসহ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ রয়েছে ইডেন গার্ডেনে। তার আগে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে ইডেনের সংস্কারের কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আইসিসি ও বিসিসিআই’এর প্রতিনিধি দলের সদস্যরা ইডেন পরিদর্শন করে গেছেন। ইডেনের কাজে সন্তোষ প্রকাশ করেছেন। আগামী সেপ্টেম্বরে ফের প্রতিনিধি দলের সদস্যরা ইডেন পরিদর্শনে আসবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension