
কোমল দাস
গভীর রাতে জানালাতে তাকিয়েছি যেই
দুধ সাদা চাঁদ মিটিমিটি হাসছে দেখি সেই,
চাঁদকে বলি না ভাঙলে ঘুম দেখাই হতো না
ও চাঁদ তুমি আস্তে হাসো উঠে যাবে মা।
উঠলে বলবে খোকারে তুই ঘুমো তাড়াতাড়ি
এত রাতে জানালাতে! এ কোন্ বাড়াবাড়ি?
তাই তো বলছি ও চাঁদ তুমি আস্তে করে হাসো
তোমার কাছে রেখে আমায় একটু ভালোবাসো।
চাঁদে বলে শোনো খোকন চলছে বেচাকেনা
আজকে তুমি আমার সাথে করবে লেনাদেনা?
আলোর ঘুড়ি আলোর পুতুল আছে আলোর খাট
হাট বসলেই এসব বেচি আজ যে চাঁদের হাট।