বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল
বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারতীয় পতাকার অবমাননার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্তের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস।
গতকাল শুক্রবার শুভ্রাংশু ভক্ত জানান, “আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। ভারতের প্রতি তাদের অপমানের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের চিহ্ন হিসাবে শহরের অন্যান্য হাসপাতালগুলোকেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সে দেশে পতাকার অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাপরও আমরা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে।’
এদিকে দ্যা হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার পর বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেয়া বন্ধ রেখেছেন কলকাতার প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা।
গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বুয়েটের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন।’
তার পাশাপাশি শহরের অন্য চিকিৎসকদেরও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার আহ্বান জানান তিনি।
চিকিৎসা সেবাসহ নানা কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি যাতায়াত করে থাকেন। তবে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে শুধুমাত্র জরুরি চিকিৎসা ছাড়া অন্যান্য কাজে ভারত যাওয়ার ভিসা বন্ধ রেখেছে সে দেশের সরকার।