বিনোদন

বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘আম-কাঁঠালের ছুটি’র প্রিমিয়ার শো

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’র প্রিমিয়ার শো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ আগস্ট) বাংলাদেশ শিল্পাকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলানায়তনে এ শো অনুষ্ঠিত হয়। ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগে প্রদর্শনীর আয়োজন করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। এটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

লেখক শরীফ উদ্দিন সবুজের ‘মইন্না ভাই বল্লা রাশি’ বইকে ভিত্তি করে নুরুজ্জামান ডালিমের তৈরি করা পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, শিশুদের ক্রমবিকাশ, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের সাথে পরিচিত করতেই এমন আরও সিনেমার প্রয়োজন। তিনি বলেন, স্বাধীনতার এ ৫২ বছরে খুব বেশি কিন্তু শিশুতোষ ছবি হয়নি। তবে এ ধরনের ছবি অবশ্যই আরও বেশি করা উচিত। শিশুতোষ ছবি আরও বেশি করে করার জন্য সবসময় আমরা উৎসাহ দেই।

সিনেমাকার প্রযোজিত এই চলচ্চিত্রটির পেছনে রয়েছে দীর্ঘ প্রায় সাড়ে সাত বছরের পরিশ্রম আর অধ্যবসায়। সিনেমাটি প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। তিনি জানান, চলচ্চিত্রটি খুব ছোট একটি কারিগরি ইউনিট আর আনকোরা একদল অপেশাদার অভিনয় শিল্পীদের নিয়ে নির্মাণ করা হয়েছে। সিনেমাটোগ্রাফি করেছেন নির্মাতা নিজেই, সঙ্গে ছিলেন ম্যাক সাব্বির। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। আরও ছিলেন ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ। চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক যুবরাজ শামীম।

২৬ মে থেকে ১ জুন পর্যন্ত রাশিয়ার চেবাক্সারিতে অনুষ্ঠিত চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করে চলচ্চিত্রটি। গত বছর ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আম-কাঁঠালের ছুটি সিনেমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, এশিয়ান পার্সপেক্টিভ বিভাগে ছবিটির আরও একটি প্রদর্শনী হয় সেখানে। উৎসব কমিটি এবং উপস্থিত দর্শকরাও ছবিটির প্রশংসা করে। এ ছাড়াও আর্জেন্টিনার ইউবিএ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে এবং স্পেনের ‘বার্সেলোনা ইন্ডি ফিল্মমেকার্স ফেস্ট-২০২৩’ থেকেও অফিসিয়াল সিলেকশন পেয়েছিল আম-কাঁঠালের ছুটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension