ভারত

বিরোধী দলগুলি চাইলে প্রধানমন্ত্রী হতে রাজি রাহুল গান্ধী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনার প্রধান মুখ হয়ে উঠেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ রাজনৈতিক মহলের মতে, আগামী লোকসভা নির্বাচনে লড়াইটা মোদী বনাম রাহুলেই পরিণত হবে৷ সেই রাহুল গান্ধী আরও একবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন৷ জানান, বিরোধী দলগুলি চাইলে তিনি প্রধানমন্ত্রীর মতো গুরুদায়িত্ব সামলাতে রাজি৷ পাশাপাশি আরও একবার বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি৷ অভিযোগ, দেশের ১.৩ বিলিয়ন মানুষের উপর জোর করে বিজেপি ও আরএসএস তাদের মতাদর্শ চাপাতে চাইছে৷

এক সর্বভারতীয় মিডিয়া আয়োজিত ১৬তম লিডারশিপ সামিটে উপস্থিত হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ নানা বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন৷ সেখানে উঠে আসে জোটবদ্ধ রাজনীতির কথা৷ আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে জোট বাঁধছে বিরোধীরা৷ কিন্তু বিরোধী শিবিরের প্রধানমন্ত্রীর মুখ কে হবে তা এখন চূড়ান্ত নয়৷ বিরোধীরা ঠিক করেছে আগে বিজেপিকে হারাও তারপর নিজেদের মধ্যে আলোচনা করে প্রধানমন্ত্রী ঠিক করা হবে৷ সেই কথার পরিপ্রেক্ষিতে রাহুলকে প্রশ্ন করা হয়, যদি বিরোধীরা তাঁকে প্রধানমন্ত্রী দেখতে চায় তাহলে কি তিনি দায়িত্ব নিতে প্রস্তুত? রাহুলের সংক্ষিপ্ত উত্তর, ‘‘বিরোধিরা চাইলে নিশ্চয়ই হব৷’’

এই সামিটেই বিজেপি বিরোধিতার সুর বেঁধে দেন কংগ্রেস সভাপতি৷ তাঁর অভিযোগ, বিজেপি ও আরএসএস তাদের দমবন্ধ করা মতাদর্শ দেশবাসীর উপর চাপাতে চাইছে৷ বলেন, ‘‘এই ভাবে দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷’’ এই অনুষ্ঠানের মঞ্চ থেকে পণ্য পরিষেবা কর, নোটবন্দি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবারও তোপ দাগেন৷ জানান, সাড়ে চার বছরে ক্ষমতায় থাকা স্বত্ত্বেও একটাও প্রতিষ্ঠান তৈরি করে দেখাতে পারল না৷ তাঁর দাবি, আসন্ন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যে কংগ্রেসই ক্ষমতায় আসবে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension