মুক্তমত

মাঝে মাঝে নিজের বিবেকের দিকে তাকিও

আকবর হায়দার কিরন


কোথায় যেন জন্মেছি এখন আছি, চলছে জীবন যাপন এখানে এসে চিনেছি অনেকের সাথে দীর্ঘদিনের পথচলা সুখে দুঃখে পাশাপাশি জীবন কেটেছে দিনের পর দিন সময় কেটেছে, হয়তো ব্রডওয়ের থিয়েটারে কিংবা টাইম স্কয়ারে কোন কোন দিন সময় কেটেছে হাডসন ও ইস্ট রিভারের বুকে স্টাচু অব লিবার্টি আর এলিস আইল্যান্ডে গিয়ে অন্যরকম সময় সামারে কিংবা উইন্টারে সেন্ট্রাল পার্কে হেঁটেছি ব্লকের পর ব্লক বেয়ার মাউন্টেন পার্কে গিয়ে ছবি তোলা হয়েছে কতো শতবার আটলান্টিক সিটির বোর্ডওয়াকে হাঁটতে হাঁটতে সাগরের দিকে তাকানো একদিন ভোর বেলায় আমাকে হাসপাতাল নিয়ে বাঁচানো কতোদিন কতো গান করেছি সেই স্মৃতিময় উডসাইডের বাড়ীতে তিন ঘন্টার এবং কখনো কয়েক মিনিটের কেটেছে সংগীতময় প্রকৃতির নিয়মে যে কোন দিন হুট করে আমরা হবো স্মৃতি আমরা হলাম এই পৃথিবীর অতিথি যেন এক আগন্তুক একদিন হুট করে আর সকাল বেলায় কাজে যাবোনা হয়তো রাতের বেলায় বিছানায় গিয়ে আর উঠবোনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension