লোকসভায় শক্তিশালী হচ্ছে কংগ্রেস
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভায় বিপুল পরিমাণ আসন সংখ্যা বাড়তে চলেছে ভারতের জাতীয় কংগ্রেসের। সেই তুলনায় অল্প হলেও আসন কমছে ভারতীয় জনতা পার্টির। এমনই তথ্য উঠে এসেছে সি ভোটারের জনমত সমীক্ষায়।
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সি ভোটারের জনমত সমীক্ষার রিপোর্ট। যেখানে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে লোকসভা নির্বাচন হলে কেমন ফল হতে পারে তা জানানো হয়েছে। যদিও লোকসভা নির্বাচন হতে এখনও মাস ছয়েক দেরী আছে।
জনমত সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুসারে, কংগ্রেস লোকসভা নির্বাচনে ১১২টি আসন পেতে পারে। যা গতবারের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা নেমে গিয়েছিল ৪৪টিতে। যা এখনও পর্যন্ত রেকর্ড। বিরোধী দলের মর্যাদা পাওয়ার ক্ষেত্রেও কম পরে গিয়েছিল দেশের সর্বাধিক প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের।
সেই তুলনায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই জনমত সমীক্ষা মিলে গেলে কংগ্রেস এবং সভাপতি রাহুল গান্ধী অনেকটাই স্বস্তি পাবে। কিন্তু ক্ষমতা দখলের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলের।
সি ভোটারের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে যে বিজেপি পরিচালিত এনডিএ জোট লোকসভা নির্বাচনে ২৭৬টি আসন পেতে পারে। ৫৪৩ আসনের লোকসভার ক্ষমতা দখল করতে দরকার ২৭২টি আসন। সেই অর্থে ফের দিল্লির গদিতে মোদীই থাকছেন। তবে আগের থেকে কমছে আসন সংখ্যা। ২০১৪ সালে ২৮২ টি আসন পেয়েছিল এনডিএ।
এই ধরনের সমীক্ষার ফল সবসময় মেলে না। সম্পূর্ণ মিলে যাওয়ার নজিরও অবশ্য আছে। তবে জনমত সমীক্ষায় নির্বাচনের ফলের একটা আভাস পাওয়া যায়।