
শাহানাজ শিউলী
শরৎ রানী আসবে বলে সাজছে আমার গাঁ
মমতামাখা হাত বাড়িয়ে ডাকছে আমার মা।
শিশির ঝরা দূর্বাঘাসে বসবে আসন পেতে,
নতুন ধানের মঞ্জুরিতে উঠবে খেলায় মেতে।
ঘরটি তোমায় সাজিয়ে দেবে নয়নতারা ফুলে
পেজা তুলোর শাড়ি পরে নাচবে হেলে দুলে।
পাড়ায় পাড়ায় উঠবে মেতে তাল কুড়ানোর ধুম,
শিউলি ফুলের আসন পেতে পাড়িয়ে দেবে ঘুম।
আসবে তুমি আমার গাঁয়ে সাদা মেঘের ভেলায়
হারিয়ে যাবে ধানের ক্ষেতে লুকোচুরির খেলায়।
নামটি ধরে ডাকবে তোমায় ভোরের দোয়েল পাখি,
মিষ্টি মধুর পাখির ডাকে খুলবে তখন আঁখি।
শাপলা- সালুক লাল পদ্মে সাজবে গায়ের বিল
কাশফুলেরা বাতাস করে ভরিয়ে দেবে দিল।
জবা,টগর,জুই,মালতী থাকবে পথ চেয়ে,
শিমুল তুলার নৌকা নিয়ে আসবে ধীরে বেয়ে।
মোহিনী রূপের চাঁদের আলো মুছে দেবে ব্যথা
কুমুদ-কমল রূপের শোভায় বলবে মনের কথা।
আসবে তুমি এই সময়ে ভাদ্র আর আশ্বিন,
আনন্দ আর উচ্ছলতায় কাটবে তোমার দিন।