আন্তর্জাতিকএশিয়া

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশসহ নিহত ২

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে প্রাদেশিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও অন্যান্য অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রোববার দুজন নিহতের খবর নিশ্চিত করে সুয়েদা২৪ ও যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিন দ্রুজ সংখ্যাগরিষ্ঠ শহরটিতে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুয়েদা২৪-এর একটি পোস্টকৃত ছবিতে দেখা যায়, ডজনখানেক বিক্ষোভকারী প্রাদেশিক প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করছে এবং নিরাপত্তারক্ষী বাহিনী ভবনটি ঘেরাও করে রেখেছে। এ সময় বিক্ষোভকারীরা সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

এ ছাড়া বিক্ষোভের অন্যান্য ছবিতে একটি সামরিক যানে আগুন ও শহরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বলতে দেখা যায়। এ সময় বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য মোতায়েনের খবরও আসে স্থানীয় গণমাধ্যমগুলোতে।

এক বিবৃতিতে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাশাসনিক ভবনের বাইরে অবস্থানরত ব্যক্তিরা ভবনের আসবাবপত্র ধ্বংস, জানালা ভাঙচুর ও ফাইল লুণ্ঠন করেছে। এ সময় তারা পুলিশের এক সদস্যকেও হত্যা করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension