মুহাম্মদ রফিক ইসলাম
ছাদের নিচে দাঁড়িয়ে চাঁদ দেখায়
আনন্দ নেই
জোছনার সৌন্দর্য থাকে বাহিরে
গাছ পাহাড় মাঠের শেষে খোলা প্রান্তরে
নদী ছড়িয়ে রাখে তার বাহু
গহিন গভীর প্রশান্ত বুক
চাতকের ঠোঁটেও বৃষ্টির বিরহ বুনে
আনন্দকে উসকে দেয়া যায়
উসকানি পেয়ে সৌন্দর্যের সুরভি
প্রেমের সৌরভে ছড়িয়ে পড়ে