
হ্যামিলিনের বাঁশিওয়ালা খুঁজছেন নিউ ইয়র্কের মেয়র
হ্যামিলিনের বাঁশিওয়ালার খোঁজ করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র। আর তার বেতন হবে বছরে ১ লাখ ৭০ হাজার ডলার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইঁদুর মারতে ‘ইঁদুর জার বা সম্রাট’ খুঁজে নিয়োগ দিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে মেয়রের টুইটার পেইজ থেকে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস টুইট বার্তায় লেখেন, এমন কোনোকিছু নেই যাকে আমি ইঁদুরের আমি চেয়ে বেশি ঘৃণা করি।
এরপর নিয়োগের বিজ্ঞপ্তিতে তিনি লিখেন , ‘আপনার যদি নিউইয়র্ক সিটির ইঁদুরের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় সাহস, সংকল্প এবং হত্যাকারী প্রবৃত্তি থাকে – তাহলে স্বপ্নের চাকরি আপনার জন্য অপেক্ষা করছে।’
মেয়রের কার্যালয়ের তথ্যানুযায়ী, এ চাকরিপ্রাপ্তকে বছরে ১ লাখ ২০ হাজার ডলার থেকে ১ লাখ ৭০ হাজার টাকার বেতনে নিয়োগ দেওয়া হবে। আগে এ পোস্টের অধিকারীকে বলা হতো ডিরেক্টর বা পরিচালক। আর এ চাকরিপ্রাপ্তকে হতে হবে ব্যাপক সাহসী। ইঁদুর নির্মূল করতে বদ্ধ পরিকর। এ ছাড়া ইঁদুর হত্যায় তাকে হতে হবে দয়ামায়াহীন। এ পদের নাম দেওয়া হয়েছে র্যাট জার বা ইঁদুর সম্রাট।
নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়, শহরটি পরিষ্কার করার প্রচেষ্টার অংশ হিসেবে এবং ক্রমবর্ধমান ইঁদুরের অত্যাচারের অভিযোগের সমাধান করতে এই ইঁদুর সম্রাট নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে; যা গত দুই বছর আগের একই সময়ের তুলনায় চলতি বছরে ৭০ শতাংশ বেড়ে গেছে।