প্রধান খবরবাংলাদেশ

বইয়ের চড়া দাম

রাজধানীর নীলক্ষেতের বইয়ের দোকান। নাম সারা প্রকাশনী। মঙ্গলবার সন্ধ্যার পরই এক ব্যক্তি মেয়ের জন্য একাদশ শ্রেণির বই কিনতে এলেন দোকনটিতে। নাম তোজাম্মেল মিয়া। পেশায় তিনি রিকশাচালক। কিন্তু বইয়ের দাম শুনে তার চোখে জল। এক সেট বইয়ের দাম ৫ হাজার টাকা হলেও তার কাছে আছে ৩,৬০০ টাকা। পরে তার আকুতিতে দোকানী মায়া করেই লস জেনেও এক সেট বই তাকে দিয়ে দিলেন।

তোজাম্মেল মিয়া বলেন, ‘ক্লাস নাইন টেন পর্যন্ত সরকার ফ্রি বই দিয়েছে। এমনিই সংসার চালাইতে পারি না। বই কিনতে ম্যাইয়ার জন্য এত খরচ করতাম না। কিন্তু ম্যাইয়েটা এ প্লাস পাইছে। স্যাররাও কইছে ম্যাইয়াটা পড়াশুনায় ভালো। যে কারণেই এত টাকা দিয়ে বই কিনা।’

সারা প্রকাশনীর স্বত্বাধিকারী মো. পলাশ বলেন, তোজাম্মেল মিয়া একা নয়। প্রতিদিনই এমন অনেক ক্রেতা আসেন। সেদিন একজন মহিলা এসেছিলেন। মানুষের বাড়িতে কাজ করেন। তিনিও বইয়ের দাম শুনে কান্না শুরু করে দেন। পরে বইয়ের পুরো সেট না নিয়ে অর্ধেক বই নিয়ে বাসায় ফেরেন। সবাইকে মায়া করলে তো আর ব্যবসা চলবে না! শুধু নি¤œ মধ্যবিত্ত নয়। ক্লাসের বই ছাড়া গাইডের দামও চড়া হওয়ায় মধ্যবিত্তেরও হাঁসফাঁস অবস্থা।

উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি, মেডিক্যাল, প্রকৌশল, বিবিএ, এমবিএসহ প্রতিটি বিষয়ভিত্তিক বইয়ের মূল্য বেড়েছে ৪০-৫০ শতাংশ। আসছে নতুন বছর মানেই সন্তানের স্কুলে ভর্তি, স্কুল ইউনিফর্মসহ খরচের চাপে পিষ্ট অভিভাবকরা। খুচরা ব্যবসায়ীরা কাগজের দাম বেড়ে যাওয়াকে শিক্ষা খরচ বেড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে দেখছেন। এর সঙ্গে দেশী ও আন্তর্জাতিক চক্র জড়িত থাকার অভিযোগও তুলেছেন অনেকে। তবে শিক্ষা সংশ্লিষ্টদের তদারকি না থাকায় সহসাই দাম কমার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

সব ধরনের বইয়ের দাম বেড়েছে। খুচরা বই বিক্রেতারা বলছেন, সব ধরনের কাগজের দাম বেড়ে যাওয়ায় বইয়ের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। একটা সময় ফটোকপি করে বই বিক্রি হলেও দ্বিগুণের বেশি খরচ বাড়ায় সেটিও করা হয় না। ফলে সব ধরনের বইয়ের বিক্রিও কমেছে।

নীলক্ষেত ও বাংলাবাজার এলাকার একাধিক বই বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, উচ্চ মাধ্যমিক, চাকরির প্রস্তুতির বই, ইংলিশ মিডিয়াম, ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, মেডিক্যাল এই সব ধরনের বইয়ের দাম বেড়েছে ৪০-৫০ শতাংশ। এর সঙ্গে ক্রেতার সঙ্গে বিক্রেতারা বিবাদেও জড়াচ্ছেন নিয়মিত। উচ্চ মাধ্যমিক স্তরে এবার নতুন বই কিনতে পারবে না ৭০ ভাগ শিক্ষার্থী। আগে ২৫০০-৩০০০ টাকায় বই পাওয়া যেত ইন্টারমিডিয়েট পর্যায়ে। এখন তা ছয় হাজার টাকায় কিনতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension