
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় উপস্থিত হয়েছেন। বেলা ৩টা পাঁচ মিনিটে মঞ্চে উঠেন তিনি। এরপর ২৯টি প্রকল্পের উদ্বোধন ও ছয়টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পরিচালনা করেন। পরে উপস্থিত জনতা প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড মাঠ ইতোমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। লাখো মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
চট্টগ্রামের উন্নয়নে তিনি কী কী প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতে চট্টগ্রামকে নিয়ে কী ধরনের পরিকল্পনা করেছেন সেই বিষয়ে আজ চট্টগ্রামবাসীকে জানাতে পারেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে পারেন।
এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও প্রধানমন্ত্রীর মঞ্চে রয়েছেন। এরই মধ্যে শীর্ষ একাধিক নেতা বক্তব্য রেখেছেন।