কবিতাসাহিত্য

জুলুম

আনজানা ডালিয়া


ছয়টা দিন চরম অন্ধকার ছিলো ঘরটা
উঁকি ঝু্ঁকি মেরেছি,কেঁপেছে বুকের পাটা
এক মানচিত্রের স্বজন আমরা
একই ভু-খন্ডের বাসিন্দারা।
কিসের এতো জ্বালা পড়শির প্রতি
বিবেকের বারান্দায় উবে গেছে নীতি।
ইস্যু,জুলুম আসছে জমিন ফুঁড়ে
রক্তের বন্যা বইছে আমার বুক জুড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension