প্রবাসযুক্তরাষ্ট্র

প্রচণ্ড তুষার ঝড়, আটলান্টিক সিটিতে জীবনযাত্রা বিপর্যস্ত

নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিসহ পার্শ্ববর্তী শহরগুলো তুষারঝড়ের কবলে পড়ে, এর ফলে ব্যাহত হয় শহরগুলোর অধিবাসীদের মতো প্রবাসীদেরও স্বাভাবিক জীবনযাত্রা।
গত ৬ জানুয়ারি (সোমবার) প্রচণ্ড তুষারপাতের সঙ্গে বয়ে গেছে হাড়কাঁপানো ঠাণ্ডা বাতাস।
বিস্তীর্ণ এলাকাজুড়ে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ও পরিবহনব্যবস্থা। তুষার ঝড়ের কারণে বিমানের অনেক উড়ান বাতিল করা হয়।
নিউ জারসি রাজ্যের গর্ভনর ফিল মারফি তুষার ঝড়কে সামনে রেখে জরুরি অবস্থা ঘোষণা করেন। তুষার ঝড়কে সামনে রেখে আটলান্টিক সিটির নগর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন। আটলান্টিক সিটির অধিবাসীদেরকে সিআরডিএর অধীনস্থ ওয়েব গ্যারেজে ফ্রি পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়। এছাড়া জরুরি পরিসেবা ব্যতীত আটলান্টিক সিটি গভর্নমেন্ট ও আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অফিস সমূহ বন্ধ ছিল। স্কুল, কলেজও বন্ধ ঘোষণা করা হয়। রাস্তাঘাটে গাড়ির সংখ্যা ছিল খুব কম। সিটির পাবলিক ওয়ার্কস এর লোকজন রাস্তাঘাটের তুষার পরিস্কারে ব্যস্ত ছিলেন। টহল পুলিশ, দমকল বাহিনী আর রাস্তাগুলোতে বরফ গলিয়ে ফেলার লবণ ছিটানোর গাড়ি ছাড়া তেমন কিছুই নজরে আসেনি দুর্যোগে আক্রান্ত জনপদে।
তুষারপাতের মধ‍্যে আটলান্টিক সিটিতে আগুন লাগার ঘটনাও ঘটে।
সিটি মেয়র মার্টি স্মল শুরু থেকেই পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রেখেছিলেন এবং পাবলিক ওয়ার্কসের লোকজনের কাজকর্ম নিবিড়ভাবে তদারক করেন।
তুষার ঝড়ের সময় আটলান্টিক সিটির প্রবাসীরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। যারা ক্যাসিনোতে কাজ করেন তাদেরকে কাজে যেতে কষ্ট পোহাতে হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension