
আনজানা ডালিয়া
প্রেম উপচে পড়া সেই ক্ষণে
ভেঙে দিতে পারতে লজ্জার দেয়াল
ভবঘুরে, নিঃসঙ্গ মনটাকে রোমাঞ্চের
ঘেরাটোপে আটকাতে পারতে
সচল করে দিতে পারতে অচলায়তন
ছুঁয়ে দিলেই ভেঙে পড়তো আড়ষ্টতার বাঁধ।
ভীরু চোখ ঢেকে দিয়েছে আকাঙ্ক্ষিত আহ্বান।
স্বচিন্তার ফল সম্পর্কের সুস্থতা অনিবার্য জেনে
স্বপ্নের সবুজ চারা গেঁথে দিলে অনায়াসে
ফাটলের উর্বরা বেদনার ধ্বংসস্তুপে।