
মেলায় এল অনুস্বর পাবলিকেশনসের দ্বিতীয় বই ‘গল্পরা’
এবারের একুশে বইমেলাতেই বই প্রকাশনা জগতে আত্মপ্রকাশ করেছে অনুস্বর পাবলিকেশনস্। শাহ্ জে. চৌধুরীর প্রথম বই ‘ভাবনার উৎসে’-এর পর এবারে অনুস্বর থেকে প্রকাশিত হলো দ্বিতীয় বই লেখক-সাংবাদিক মুবিন খানের ‘গল্পরা।’
‘গল্পরা’ সাতটি গল্পের একটি সংকলন। বইতে শুরুর কথাবার্তা শিরোনামে লেখক জানাচ্ছেন, ‘গল্পরা’ নামই জানিয়ে দিচ্ছে তার পরিচয়। গল্প নিয়ে এসেছে সে। এক নয়, একাধিক। সংখ্যা তার সাত। সাতকে শুভসংখ্যা ভেবে নিয়ে সাতটি গল্প রাখা হয়েছে, ব্যাপারটা তা নয়। কাকতালীয়ভাবেই সাত হয়েছে।… কথাসাহিত্যের নিয়ম মেনে সকল ‘গল্পরা’ দৈর্ঘ্যে হ্রস্ব হয় নি। নিয়ম ভেঙে দীর্ঘও হয়েছে। তবে পরের নিয়মের পথটা ধরেই হেঁটেছে। পাঠকের হয়ত মনে হতে পারে এই হেঁটে চলা সরল না হয়ে আঁকাবাঁকা হয়েছে। এই মনে হওয়াকে পাত্তা দেয়া যাবে না। তাছাড়া পথ ধরে চললে সে পথে এগিয়ে চলাটাই মুখ্য। চলতি পথে কাঠফাটা রোদ এসে ঝলসে দেবে, বৃষ্টি এসে ভিজিয়ে দেবে, কর্দমাক্ত পথে পা পিছলে যাবে– শেষ পর্যন্ত গন্তব্য পৌঁছুনো গেল কিনা সেটিই বিবেচ্য। পৌঁছে গেলেই ঘটে প্রাপ্তি। আসে সন্তুষ্টি। প্রত্যাশা পূরণ হলো কিনা সে বিবেচনাটাও করা যায় তখন। বিবেচনার ফলটা ইতিবাচক হলে আসে প্রশান্তি।… ছোটগল্পকে একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হতে হয়। সে ঘটনা থেকেই রসটা আস্বাদন করতে হয়। ওই যে বলে না, সম্পূর্ণ কল্পনাশ্রয়ী, কোনো ঘটনা কিংবা জীবিত অথবা মৃত কারো সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না– ঠিক তাই। এই প-শ্রমটি করতে গেলে ‘গল্পরা’র রসাস্বাদন থেকে কেবলই বঞ্চিত হতে হবে।
‘গল্পরা’র গল্প সাতটি নানান সময়ে অনুস্বরসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। উন্নত কাগজ আর চমৎকার প্রচ্ছদ ও বাঁধাইয়ে দৃষ্টিনন্দন এ বইটির দাম রাখা হয়েছে ২৬০ টাকা। বইমেলা থেকে পাঠকরা ২৫ ভাগ ছাড়ে ১৯৫ টাকায় বইটি কিনতে পারবেন।
এছাড়া বাড়িতে বসে বইটি পেতে চাইলে ফোন করলে হোম ডেলিভারি করা হবে বলে জানানো হয়েছে। হোম ডেলিভারি পেতে বাংলাদেশে ০১৭ ৩৫৯২ ২০৭৭ নাম্বারে বইয়ের দাম বিকাশ মাধ্যমে পাঠিয়ে ঠিকানা এসএমএস করতে হবে। এবং যুক্তরাষ্ট্রে বইটি পেতে + (৯১৭) ৫৪৭ ২৩০৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
খুব তাড়াতাড়িই ‘গল্পরা’ বাংলাদেশের অনলাইন বইয়ের দোকান বাতিঘর ও রকমারি থেকে বইটি কেনা যাবে।