খেলা

ম্যারাডোনার স্মৃতিবিজড়িত বোকা জুনিয়র্সে যাচ্ছেন কাভানি!

আর্জেন্টিনোস জুনিয়র দিয়ে ১৯৭৬ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করেন দিয়োগো ম্যারাডোনা। পরবর্তীতে এই ফুটবল কিংবদন্তির পা পড়েছে বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া নিউওয়েলস ওল্ড বয়েজের মত ক্লাবে। দ্বিতীয় দফায় ১৯৯৫ সালে বোকা জুনিয়র্সে পাড়ি জমান আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

দুই বছর পর এই ক্লাব দিয়েই ক্যারিয়ার শেষ করেন ম্যারাডোনা। এবার বিশ্বকাপ জয়ী প্রয়াত এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ক্লাব বোকা জুনিয়র্সে নাম লেখাতে যাচ্ছেন এডিনসন কাভানি। এমনটাই জানিয়েছেন, ইউরোপিয়ান দলবদল বাজারের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষে ২০২২ সালের গ্রীষ্মে এক বছরের চুক্তিতে ভ্যালেন্সিয়ায় যোগ দেন কাভানি। লা লিগার ক্লাবটির সঙ্গে উরুগুইয়ান তারকার চুক্তি শেষ হয়েছে গত ৩০ জুন। অর্থ্যাৎ বর্তমানে ফ্রি এজেন্ট ৩৬ বছর বয়সী কাভানি। তাই চাইলেই যেকোনো ক্লাবের সঙ্গে দলবদলের আলোচনা করার জন্য এখন মুক্ত তিনি।

এই সুযোগটাই নিয়েছে বোকা জুনিয়র্স। কিছুদিন ধরেই কাভানির সঙ্গে যোগাযোগ চালিয়ে আসছিল আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশনের ক্লাবটি। অবশেষে সে আলোচনা এবার আলোর মুখ দেখতে যাচ্ছে।

রোমানার দাবি, খুব শিগগিরই বোকা জুনিয়র্স স্কোয়াডের একজন হতে যাচ্ছেন কাভানি। ইতোমধ্যে নাকি বুয়েন্স আয়ার্সের ক্লাবটির সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন আক্রমণভাগের এই ফুটবলার। এখন বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা।

রোমানো আরও জানিয়েছেন, বোকা জুনিয়র্সের সঙ্গে এক বছরের চুক্তি করবেন কাভানি। অর্থ্যাৎ বোকা জুনিয়র্সের জার্সিতে খেলবেন ২০২৪ সালের জুন পর্যন্ত। ফ্রি এজেন্ট হওয়ায় তার জন্য কোনো ধরনের ট্রান্সফার ফি’র অর্থ গুনতে হচ্ছে না আর্জেন্টিনার প্রথম সারির ক্লাবটিকে। অবশ্য নতুন ঠিকানায় কাভানি কেমন বেতন বোনাস পাবেন সে বিষয়ে কোনো তথ্য দেননি রোমানো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension