
সিআরবিতে হাসপাতাল না বানাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন: রেলমন্ত্রী
চট্টগ্রাম মহানগরীর অক্সিজেনের ডিপো বা ‘হৃদপিন্ড’ খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে রোববার (৪ ডিসেম্বর) বেলা পৌনে তিনটায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষ সিআরবিতে হাসপাতাল চায় না। এই কারণে হাসপাতালটি চট্টগ্রাম রেলওয়ের অন্য যেকোনো জায়গায় নির্মাণ করার জন্য পিপিপির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সিআরবি এলাকায় হাসপাতাল নির্মিত হবে না। সুবিধাজনক অন্য জায়গায় হবে।’
চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের জমিতে পিপিপির আওতায় হাসপাতাল নির্মিত হবে। এমন তথ্য প্রকাশিত হওয়ার পর থেকেই চট্টগ্রামের মানুষ ফুঁসে উঠেছিল। নাগরিক সমাজের ধারাবাহিক আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকারের শীর্ষ পর্যায়ে বার্তা পৌঁছে। শেষে প্রধানমন্ত্রী এই হাসপাতাল নির্মাণ সরানোর নির্দেশনা দেন।
জনসভার পুরো মাঠ ইতোমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। একটু পরেই ওই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রাখার কথা রয়েছে।