Uncategorized

জ্বলন্ত ভবনের তিনতলা থেকে ছুঁড়ে দেওয়া শিশু ধরলেন সাবেক নৌসেনা (ভিডিও)

আমেরিকার অ্যারিজোনার ফিনিক্স শহরে সাবেক এক মার্কিন নৌসেনার উপস্থিত বুদ্ধি এবং ক্ষিপ্রতায় বেঁচে গেল তিন বছরের একটি শিশু।

তার মা তাকে তিন তলা থেকে নিচে ফেলে দিয়েছিলেন। ছুটে গিয়ে তাকে লুফে নেন সাবেক মেরিন সেনা ফিলিপ ব্ল্যাঙ্কস। প্রাণে বেঁচে যায় শিশুটি।

ফিনিক্স শহরের ওই তিন তলা বাড়ির ওপরের তলায় আগুন লেগে যায়। সেখানে আটকে পড়েন র‍্যাচেল লং ও তার তিন বছরের ছেলে এবং আট বছরের মেয়ে।

কিন্তু আগুনের মধ্য দিয়ে তাদের বের হওয়ার কোনও রাস্তা ছিল না। ফলে নিজের সন্তানকে বাঁচাতে র‍্যাচেল তাকে বারান্দা থেকে ছুঁড়ে নিচে ফেলে দেন।

হয়ত তিনি ভেবেছিলেন, ঘরে থাকলে আগুনে পুড়ে মৃত্যু অবধারিত। কিন্তু যদি তিন তলা থেকে ফেলে দেন, হয়ত বেঁচেও যেতে পারে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নৌসেনা ফিলিপ। আগুন দেখে আশপাশের লোকজনের সঙ্গে তিনিও সেখানে উপস্থিত হন। কিন্তু এভাবে বারান্দা থেকে একটি শিশুকে পড়তে দেখবেন ভাবতে পারেন নি।

শিশুটিকে পড়তে দেখে তার দীর্ঘদিনের প্রশিক্ষণ তৎক্ষণাৎ তার ইন্দ্রীয়গুলোকে সক্রিয় করে তোলে।

মুহূর্তের মধ্যে দৌড়ে তিনি ভবনের নিচে পৌঁছে যান। মাটি ছোঁয়ার আগে ধরে ফেলেন তিন বছরের জেমসন লংকে। সেখানে উপস্থিত কেউ মোবাইলে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। পরে যা ভাইরাল হয়ে যায়।

এই অগ্নিকাণ্ডে শিশুর মা র‍্যাচেল মারা যান। তার তিন বছরের শিশুর সঙ্গে আট বছরের মেয়েটিও বেঁচে গিয়েছে।

দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনেরই শরীরের কিছু জায়গা আগুনে ঝলসে গিয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

ইউএসএ টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension