বাংলাদেশ

সুলতান’স ডাইনের কাচ্চিতে কুকুরের মাংস থাকার অভিযোগ, ভোক্তা অধিকারের অভিযান

কাচ্চিতে খাসির গোশত বলে কুকুরের মাংস খাওয়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সুলতান’স ডাইনের গুলশান শাখায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও ফারহানা ইসলাম অজন্তা। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক জবাব না মেলায় আগামী সোমবার অধিদফতরে ডাকা হয়েছে তাদের। এরপরই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে আভিযানিক দলের সদস্যরা।

আব্দুল জব্বার মণ্ডল বলেন, ফেসবুকে সুলতান’স ডাইনের কাচ্চির গোশত নিয়ে ভিডিও ও তথ্য ভাইরাল হয়েছে। বিষয়টি অধিদফতরের নজরে এলে মহাপরিচালক বিষয়টি নিয়ে বিশেষ অভিযান করার নির্দেশ দেন। এরপরই সুলতান’স ডাইনের গুলশান শাখায় অভিযান শুরু হয়।

সুলতান’স ডাইনের সহকারী ব্যবস্থাপক আশরাফ আলম সাংবাদিকদের বলেন, ভোক্তা অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন এসেছিলেন। এখানে অসঙ্গতি তেমন কিছু পায়নি। তারা আমাদের কাছে কিছু তথ্য চেয়েছেন আমরা তা দিয়েছি। এ ছাড়া ভোক্তা অধিদফতর আগামী সোমবার আমাদের কিছু কাগজপত্র নিয়ে যেতে বলেছে বলে তিনি জানান।

তবে এই অভিযোগ অস্বীকার করে এসব ব্যাপারে বক্তব্য দিয়েছে সুলতান’স ডাইন কর্তৃপক্ষ। সুলতান’স ডাইনের গুলশান-২ শাখার মার্কেটিং কমিউনিকেশন অফিসার ববি রানি দাস গণমাধ্যমকে জানান, ওই ভোক্তার অভিযোগ ভিত্তিহীন। সুলতান’স ডাইন বড় একটি ব্র্যান্ড। এক ক্রেতা বিড়ালের মাংসের বিরিয়ানির যে অভিযোগ করেছেন, তা কোনোভাবেই সম্ভব নয় ।

ওই ভোক্তার অভিযোগ সম্পর্কে তিনি আরো বলেন, “ওই ক্রেতার পরিচয় আমরা জানি না। উনি খাবার নেওয়ার ঘণ্টা দুয়েক পর আমাদের কাছে অভিযোগ করে বলেন, ‘এগুলো কিসের মাংস দিয়েছেন, বিড়ালের মাংসের বিরিয়ানি।’ আমরা বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয় ৷”

৮ মার্চ ২০২৩ বিকালের পর থেকেই সুলতান’স ডাইনের খাবার নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়। একজন ভোক্তার বরাত দিয়ে কয়েকটি বেশকিছু ফেসবুক পেজ ও আইডিতে এই তথ্য ছড়িয়ে দেওয়া হয় ৷ সেখানে কাচ্চির মাংসের হাড় চিকন দেখে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। ভোক্তা ৯৯৯ নম্বরে জাতীয় জরুরি সেবা কেন্দ্রে কল দিয়েও বিষয়টি জানিয়েছে বলেও সেসব পোস্টে উল্লেখ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension