নিউ ইয়র্ক

নিউইয়র্কে বেকার ভাতার সর্বোচ্চ সাপ্তাহিক পরিমাণ বাড়িয়ে ৮৬৯ ডলার


হোসনেআরা চৌধুরী | নিউইয়র্ক | অক্টোবর ১০, ২০২৫

নিউইয়র্ক অঙ্গরাজ্যে বেকারদের জন্য সাপ্তাহিক ভাতার (Unemployment Insurance) সর্বোচ্চ পরিমাণ ৫০৪ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৮৬৯ ডলার করা হয়েছে। এই নতুন হার কার্যকর হবে ১৩ অক্টোবর ২০২৫ থেকে দাখিল হওয়া দাবিগুলোর ক্ষেত্রে।

অঙ্গরাজ্যটি সম্প্রতি কোভিড-১৯ মহামারির সময় ফেডারেল সরকার থেকে নেওয়া ৭ বিলিয়ন ডলারের ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছে, যার ফলে রাজ্যের বেকার তহবিল (UI Trust Fund) আবারও আর্থিকভাবে স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে।

মূল তথ্য ও প্রভাব
• নতুন সর্বোচ্চ ভাতা রাজ্যের গড় সাপ্তাহিক আয়ের প্রায় ৫০ শতাংশের সমান।
• প্রায় ২৭ শতাংশ বেকার আবেদনকারী সরাসরি এই নতুন সর্বোচ্চ হারের সুবিধা পাবেন, আর অতিরিক্ত ২৮ শতাংশের ভাতাও বৃদ্ধি পাবে।
• ন্যূনতম ভাতা বর্তমানে অপরিবর্তিত থাকছে।
• নিয়োগকর্তারাও উপকৃত হবেন—বেকার তহবিলে প্রদেয় “Interest Assessment Surcharge (IAS)” বাতিলের ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ২০২৬ সালে প্রতি কর্মচারীর জন্য প্রায় ১০০ ডলার এবং ২০২৭ সালে ২৫০ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক বিবৃতিতে বলেন, “এই পদক্ষেপটি অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে কর্মহীন নিউইয়র্কবাসীর জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা।”
তিনি উল্লেখ করেন, চলমান ফেডারেল সরকার বন্ধ (shutdown) পরিস্থিতিতে রাজ্যের প্রায় ১ লাখ ১৫ হাজার ফেডারেল কর্মী বেতনহীন অবস্থায় রয়েছেন—যা এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা আরও জোরদার করেছে।

শ্রম দপ্তরের কমিশনার রবার্টা রিয়ার্ডন একে “ঐতিহাসিক পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। তার ভাষায়, “যারা নিজেদের দোষে নয়, বরং পরিস্থিতির কারণে কর্মহীন হয়েছেন—এই বাড়তি সহায়তা তাদের একটু স্বস্তির শ্বাস দেবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension