প্রধান খবরবাংলাদেশ

এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির জন্য ভ্রমণবিলাস

চাকরির মেয়াদের প্রায় শেষ প্রান্তে এসেও এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির জন্য ভ্রমণবিলাসে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীর নেতৃত্বে ৮ সদস্যের টিম নেপাল যাচ্ছে সোমবার (৩০শে সেপ্টেম্বর)। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন)-এর এটি শেষ প্রয়াস বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে তারা নেপাল যাচ্ছেন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চূড়ান্ত চুক্তিপত্র স্বাক্ষরের জন্য। এ সংক্রান্ত জিও ইতিমধ্যে জারি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছে। জানা যায়, সিনিয়র সচিব হাবিবুর রহমান আগামী ৯ই অক্টোবর ২০২৪ ইং অবসরে যাবেন। অবসরের পূর্বে ৩০শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর ২০২৪ইং তড়িঘড়ি করে নেপাল ভ্রমণের পাঁয়তারা হচ্ছে।

জানা যায়, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য নেপালের Nepal Electricity Authority (NEA), ভারতের NTPC Vidzut Vyapar Nigam Limited (NVVN) এবং বাংলাদেশের Bangladesh Power Development Board (BPDB)-এর মধ্যে Tripartite Power Sales Agreement স্বাক্ষরের জন্য বিদ্যুৎ বিভাগের এই দুই প্রভাবশালী কর্মকর্তার নেতৃত্বে ৮ সদস্যের টিম নেপাল যাচ্ছে।

যারা গত ১৫ বছর স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার লুটপাট আর পাচারের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিল, তারাই আজ আবার ছাত্র-জনতার সেনাপতি হয়ে বিদ্যুৎ আমদানির নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এজেন্ডা বাস্তবায়নে তারা ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবং পাওয়ার গ্রিড-এর প্রধানদেরকে অপসারণপূর্বক ৫ই আগস্ট পরবর্তী নতুন সরকার কর্তৃক নিয়োজিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল করিম এবং পাওয়ার গ্রিড-এর নতুন এমডি আব্দুর রশীদ খানকে নিয়ে উক্ত ভ্রমণ পরিকল্পনা করার মাধ্যমে নিজেদেরকে নতুন সরকারের পৃষ্ঠপোষক বা শুভাকাঙ্ক্ষি হিসেবে উপস্থাপন করার শেষ প্রচেষ্টা চালাচ্ছেন বলে সূত্র বলছে।

অথচ জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ১৮ থেকে ২২ তারিখে বিদ্যুৎ বিভাগের প্রভাবশালী উক্ত দুই কর্মকর্তার নেতৃত্বেই অপসারণকৃত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং পাওয়ার গ্রিড-এর সাবেক এমডি গাউছ মহিউদ্দিনসহ ১৪ জনের বিশাল বহর নিয়ে ভারতের একতরফা স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে রাজস্থানে নীরবে বসে বাংলাদেশের বুক চিরে বিদ্যুতের অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৭৬৫ কেভি বিদ্যুতের সঞ্চালন করিডোর দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

বিদ্যুৎ বিভাগের তথ্যানুযায়ী, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ গং উক্ত ৭৬৫ কেভি বিদ্যুতের করিডোর লাইন নির্মাণের এজেন্ডা বাস্তবায়নের মূল হোতা ছিলেন।

জানা যায়, বর্তমানে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চুক্তি স্বাক্ষরের জন্য সোমবার বিদ্যুৎ বিভাগের এই শীর্ষ দুই কর্মকর্তার নেতৃত্বে যাওয়া হচ্ছে। এ ছাড়াও অদূর ভবিষ্যতে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য যাবতীয় দাপ্তরিক কাজ বিদ্যুৎ বিভাগের উক্ত দুই কর্ণধার বাস্তবায়ন করে রেখেছেন। চুক্তির দুর্বল বিষয়গুলো অতি গোপন রাখা হচ্ছে; যা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণও স্পষ্টভাবে অবগত নন। যেমনটি আদানির বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে করা হয়েছিল।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সৈয়দ মাসুম আহমেদের গত ২রা সেপ্টেম্বর ২০২৪ইং পরিকল্পনা কমিশনে বদলি করা সত্ত্বেও প্রায় একমাস অতিক্রান্ত হলেও অদ্যাবধি উক্ত কর্মকর্তা নবগঠিত সরকারের অভিভাবক সেজে বিদ্যুৎ বিভাগের অর্জনের মহারথি সেজে বিদ্যুৎ বিভাগে খুঁটি গেড়ে বসে থাকতে চাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension