
ভারত
গুজরাটে ৬ তলা ভবন ধস
ভারতের গুজরাটে একটি ৬তলা বিশিষ্ট ভবন ধসে পড়েছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। বহু মানুষ তার ভিতরে আটকা পড়ে আছে।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, সুরাটের শচীনপল্লী নামের গ্রামে এ ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছিল।
ধ্বংসস্তূপের নিচ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। মাত্র আট বছর আগে ওই ভবনটি নির্মাণ করা হয়। শনিবার ধসে পড়ার সময় ওই ভবনে বসবাস করছিলেন ৫টি পরিবার।
পুলিশ এবং অগ্নিনির্বাপণকারীরা ঘটনাস্থলে ছুটে গেছেন।