
তাইওয়ান প্রণালিতে ‘অপতৎপরতায়‘ চীনকে নিন্দা জানাল যুক্তরাষ্ট্র
চীনা নৌবাহিনীর একটি জাহাজের বিরুদ্ধে‘ঝুঁকিপূর্ণ’ কর্মকাণ্ড চালানোর অভিযোগ এনে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্পর্শকাতর তাইওয়ান প্রণালিতে যাত্রা করার সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি ডেস্ট্রয়ারের অনিরাপদ দূরত্বের মধ্যে চীনা ওই জাহাজ চলে আসলে এ নিন্দা জানায় মার্কিন সামরিক বাহিনী।
শনিবার (৩ জুন ) এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস চাং-হুন গুরুত্বপূর্ণ তাইওয়ান প্রণালি দিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময়ে মার্কিন জাহাজটির ৪৫০ ফুটের মধ্যে চলে আসে চীনের একটি যুদ্ধাজাহাজ।
এর পরই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসগীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার যাত্রাকালে ইউএসএস ডেস্ট্রয়ার ‘চুং হুন-এর আশেপাশে অনিরাপদ কৌশলে তৎপরতা চালাতে দেখা গেছে চীনা জাহাজকে।’
চীনা জাহাজটি তাদের বন্দরের পাশ দিয়ে চুং হুনকে ছাড়িয়ে যায়। এ সময় জাহাজটি বাঁ দিক থেকে মার্কিন জাহাজের ১৫০ ইয়ার্ড মধ্যে চলেআসে। চুং হুন তার নিজস্ব গতি বজায় রাখে এবং সংঘর্ষ এড়াতে তার গতি ১০ (নটে) নামিয়ে আনে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘চীনের জাহাজটি দ্বিতীয়বারের মতো ২ হাজার মিটার দূরত্ব দিয়ে ডান দিক থেকে আবারও বাঁ দিকে আসে এবং এটি বাঁ পাশ দিয়ে চলতে থাকে।’
এ ঘটনার পর চীন পাল্টা এক বিবৃতি দিলেও মার্কিন জাহাজের সামনে দিয়ে তাদের জাহাজের ঝুঁকিপূর্ণ অতিক্রম করার বিষয়ে কিছু জানায়নি।
তবে বেইজিংয়ের দাবি , যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালিতে জাহাজ পাঠিয়ে উসকানি দিচ্ছে।