
নিউ ইয়র্কে লং আইল্যান্ড সিটির বৈশাখী রেস্তোরাঁয় বন্দুক হামলা, আহত ১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাংলাদেশি একটি রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ওই রেস্তোরাঁর একজন কর্মী আহত হয়েছেন। শনিবার (৩ জুন) স্থানীয় সময় বিকেলের এ ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
নজরদারি ক্যামেরার ভিডিওতে ভয়ঙ্কর এ হামলার ঘটনাটি দেখা গেছে। এদিকে বন্দুক হামলার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
বৈশাখী রেস্তোরাঁর ভেতরে থাকা নজরদারি ভিডিওর ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কুইন্সের ৩৬ এভিনিউয়ের ২৯ নম্বর সড়কের ১৪ নম্বর ‘বৈশাখি রেস্তোরাঁয়‘ শিশুসহ বেশ কয়েকজন গ্রাহক উপস্থিত ছিল। তারা খাবরের জন্য অপেক্ষা করছিল। এ সময় লালহুডি পরিহিত এক বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে পড়ে এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন রেস্তোরাঁর ভেতরে অবস্থানরত গ্রাহকদের নিরাপত্তার জন্য ছুটাছুটি করতে দেখা যায়।
হামলাকারী যখন গুলি ছুড়ছিল, তখন আতঙ্কিত এক পুরুষ গ্রাহককে তার শিশুকে সঙ্গে নিয়ে পাশের একটি সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। এর পর পরই লং আইল্যান্ডের শহরটিতে নিরাপত্তা জোরদার করা হয়।
নজরদারি ওই ভিডিওতে বন্দুকধারীকে বিশেষ কোনো এক ব্যক্তিকে পুরো রেস্তোরাঁজুড়ে খুঁজতে দেখা যায়, যিনি তখন রেজিস্টারের পেছনে ব্যারিকেড তৈরি করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি বন্দুকধারীর কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পরে দৌড়ে পালিয়ে যায় সে।
এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি ওই রেস্তোরাঁয় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির নিতম্বে গুলি করা হয়েছে। এছাড়া আর কেউ আহত হয়নি। তবে যিনি আহত হয়েছেন, তিনি ওই হামলাকারীর টার্গেট ছিলেন কিনা বা তার আর কোনো উদ্দেশ্য ছিল কিনা , সেম্পর্কে নিশ্চিত নন তারা।
আহত ব্যক্তিকে পরে স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হামলার এ ঘটনা প্রসঙ্গে রেস্তোরাঁর মালিক আবু তাহের বলেন, ‘প্রথম দিকে সে ওই দিকে গুলি চালায়। আমাদের এখানে রেস্তোরাঁর ভেতরে অনেক গ্রাহক ছিল। পরে আমার কাউন্টারের পেছনে গিয়ে তৃতীয় গুলি করে আমার এক কর্মচারীকে।’
নজরদারি ক্যামেরা থেকে পাওয়া ভিডিও ফুটেজটি পর্যালোচনা করছে পুলিশ।