যুক্তরাষ্ট্র

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। আইসিসির এ গ্রেফতারি পরোয়ানাকে মূল্যহীন হিসেবে অভিহিত করেছে রাশিয়া।

শুক্রবার পুতিনের গ্রেফতারি পরোয়ানা বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বললেন ভিন্নকথা। খবর সিএনএনের।

তিনি বলেন, পুতিন ইউক্রেনে পরিষ্কার যুদ্ধাপরাধ ঘটিয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এই গ্রেফতারি পরোয়ানা যৌক্তিক।

পরোয়ানা প্রসঙ্গে বাইডেন বলেন, ‘এটি আন্তর্জাতিকভাবে শুধু স্বীকৃতি দিল না, শক্তিশালী একটি পয়েন্ট তৈরি হলো।’

এর আগে শুক্রবার ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়া জোরপূর্বক ইউক্রেনের শিশুদের দখলকৃত অঞ্চল থেকে বের করে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে আইসিসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশু অধিকারবিষয়ক কমিশনার এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension