বঙ্গবন্ধুর স্বপ্ন নিরাপত্তার সঙ্গে সব সম্প্রদায় বসবাস করবে: পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস বলেছেন, বঙ্গবন্ধু এমন এক সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন, যেখানে শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার সঙ্গে সব সম্প্রদায় বসবাস করবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে অষ্টম দিনের আয়োজনে পোপ ফ্রান্সিস এক ভিডিও বার্তায় এ কথা বলেন।
পোপ ফ্রান্সিস ভিডিও বার্তায় বলেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐক্য, ভাষা নিয়ে সহাবস্থানের আধুনিক নাগরিকের দেশ সোনার বাংলা। দেশটির পরবর্তী প্রজন্মের মধ্যে এই ধারাবাহিকতা এসেছে শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার হিসেবে।
শরণার্থীদের প্রতি বাংলাদেশ যে মহানুভবতা ও মানবিকতা দেখিয়েছে, তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং গণতন্ত্রের জন্য শুভকামনা জানান তিনি।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক ১০ দিনের আয়োজনের অষ্টম দিনের আয়োজনে ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সংসদ সদস্য জনাব এ এইচ মাহমুদ আলী এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান।❐