আন্তর্জাতিক

সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখার চেষ্টা করছে রাশিয়া: ন্যাটো প্রধান

রাশিয়া শীত মৌসুমে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চায়। এই সময়ে ক্রেমলিন তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে শীতের পরে আবার আক্রমণ করার পরিকল্পনা করছে। বুধবার (৭ ডিসেম্বর) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

স্টলটেনবার্গ ফাইন্যান্সিয়াল টাইমসের আয়োজিত এক অনুষ্ঠানে জানান, ইউক্রেনীয় বাহিনী ইতোমধ্যে পাল্টা আক্রমণ চালিয়ে পূর্ব ও দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে খেরসনের মতো শহরগুলোর মুক্তি।

স্টলটেনবার্গ বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি, রাশিয়া এই শীতে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে। এটি তাদের পুনরায় দলবদ্ধ হওয়ার সময় দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বসন্তে রাশিয়া আবার বড় ধরনের আক্রমণ চালাবে। ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।’

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পূর্বাভাস দিয়ে জানানো হয়েছে, রাশিয়া এই শীতে যুদ্ধের গতি কমিয়ে দিতে পারে। তবে এমন পূর্বাভাস সত্ত্বেও ইউক্রেনের বাখমুত অঞ্চলে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়ান বাহিনী কয়েক মাস ধরে বাখমুত দখলের চেষ্টা করছে।

স্টলটেনবার্গ রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের কথিত ড্রোন হামলার বিষয়ে কোনো তথ্য দেননি। ওয়াশিংটনের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা ইউক্রেনকে রাশিয়া আক্রমণ করতে উৎসাহিত ও প্রশিক্ষণ দেয়নি।

তবে ন্যাটো প্রধান জানান, ইউক্রেন আত্মরক্ষার জন্য লড়াই করছে। রুশ সেনারা দেশটির বেসামরিক স্থাপনাগুলো ধ্বংস করে মানুষের বিদ্যুৎ, পানির মতো জরুরি সুবিধায় সমস্যা সৃষ্টি করেছে। এই মুহূর্তে এই সংঘর্ষের কোনো শান্তিপূর্ণ সমাধান নেই। কারণ রাশিয়া আলোচনায় বসতে চায় না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension