
হাফিয রেদওয়ান
আগুন ঝরা ফাগুন আসে
ফুল পাখিদের গাঁয়ে
বসন্তের লাল রাঙা পরী
আলতা পরে পায়ে।
চৈতি বাতাস ঝিরিঝিরি
আমের কুঁড়ি ঝরে
মৌমাছিরা দলে দলে
ভনভনিয়ে ওড়ে।
কোকিল মাতে কুহুতানে
ক্লান্তি নাই তার ঠোঁটে
কুহু কুহু ভেংচি দিয়ে
দাস্যি ছেলে ছোটে।
ঋতুর রাজা শাড়ী পরে
ডাকছে যোনো কাকে!
রূপের বাহার মাদার জারুল
শিমুল বনের ফাঁকে।
খোকাখুকি ফাগুন পাড়ায়
সাজায় ফুলের ডালা
সারাদিনের খেলা শেষে
গাঁথে ফুলের মালা।



