গণমাধ্যমপ্রবাস

আয়োজিত হলো আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন

নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট আয়োজিত হয়ে গেল আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন। গত শনিবার (৩ জুন) লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের ব্রিচ প্যাভিলনে এই আয়োজনে ক্লাবের সদস্যরা সপরিবারে বনভোজনে অংশগ্রহণ করেন।

২০০৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মনজুরুল হকের সার্বিক সহযোগিতায় এবং বনভোজন আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এই বনভোজনে দিনভর নাচ-গান, খেলাধুলা এবং আনন্দ-আড্ডায় মেতেছেন আমেরিকায় কর্মরত বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং তাদের পরিবার পরিজন। সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আহ্বায়ক কমিটির আহ্বায়ক তাপস সাহা ও সদস্য সচিব মাহমুদুল হাসান পাহলিবি এবং কমিটির সদস্যবৃন্দ সীমা সুস্মিতা, মশিউর রহমান, আবু বকর সিদ্দিক, পাপিয়া বেগম, রোকেয়া দীপা ও রিম্মি রোমানের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক আতেথিয়তায় সকলে মুগ্ধ হন।

অন্যসব দিনের মতো এদিনের সকাল শুরু হলেও সংগঠনটির সদস্যদের কাছে ছিলো একটু অন্যরকম। সকাল থেকে শুরু হয়ে যায় বনভোজনের প্রস্তুতি। নিজেদের পছন্দমতো পোষাক পরে বনোভোজনের স্থানে জমায়েত হতে থাকেন গণমাধ্যম কর্মীরা। তাদের সাথে উৎসবে সামিল হন তাদের স্ত্রী-সন্তানরা।

বেলা বাড়ার সাথে সাথে বেলমন্ট লেক স্টেট পার্ক সরগম হয়ে ওঠে সাংবাদিকদের আনাগোনায়। মূল অনুষ্ঠান শুরুর আগে একে অন্যের সাথে আলাপচারিতায় মেতে উঠেন সবাই। গণমাধ্যমকর্মীরা যেমন একে অপরের সাথে আড্ডায় মেতে উঠেন তাদের স্ত্রী-সন্তানরাও একে অন্যের সাথে সখ্যতা গড়তে ব্যস্ত সময় পার করেন।

এদিন বনভোজনে বিভিন্ন ধরণের ইভেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা, শিশু-কিশোর-কিশোরী, মহিলা ও পুরুষদের নানা খেলাধুলাসহ কুইজ প্রতিযোগীতা। সেই সাথে ছিলো তরমুজ খাওয়া, মধ্যাহ্ন ভোজ, বিকেলে চা-চক্র ও ঝালমুড়ি। সবচেয়ে আকর্ষণীয় ছিলো র‌্যাফেল ড্র আর সঙ্গীতানুষ্ঠান।

দুপুরে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ। সার্বিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক। এ সময় উপস্থিতি ছিলেন ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, বারি হোমকেয়ারের সিইও আসেফ বারি টুটুল, এ্যাপেলো বোকারেজ এর সিইও শমসের চৌধুরী, খলিল বিরিয়ানি গ্রæপের সিইও খলিলুর রহমান, নিউইয়র্ক প্রেসক্লারেব সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক আমনউদ্দৌলা, মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, কমিউনিটি এক্টিভিস্ট ও রাজনীতিবিদ মোতাহার হোসেন, গোলাম এন হায়দার মুকুট, আবদুর রশিদ বাবু, এসেনসিয়াল হোমকেয়ার কর্মকর্তা আরিফুল হাসান, মেজবা উদ্দিন, সাইফুল ইসলাম, ক্লাবের কোষাদক্ষ মশিউর রহমান মজুমদার, লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষিকা সালমা ফেরদৌস, মোস্তফা অনিক রাজ, ক্লাব সদস্য বেলাল আহমেদ, তোফাজ্জল লিটন, আব বকর সিদ্দিক, কন্ঠ শিল্পী রানো নেওয়াজ, ফটো সাংবাদিক তুষার আহমেদ, আমজাদ হোসেন । এরপর শুরু হয় একে একে ঝমকালো সব অনুষ্ঠান।

মধ্যাহ্ন ভোজের আগে ও পরে আয়োজন ছিল খেলাধুলার। শিশু-কিশোর-কিশোরীদের দৌড়, তরুণদের জন্য বাংলাদেশকে নিয়ে লিখিত কুইজ প্রতিযোগীতা, মহিলাদের মিউজিক্যাল পিলো পাসিং, পুরুষদের ফুটবলে পেনাল্টি গোল খেলা। পড়ন্ত বিকেলে শুরু হয় নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও মরিয়ম মারিয়ার একক ও যৌথ পরিবেশনা। শিল্পীদের সাথে সবাই নেচে গেয়ে এবং গানের কন্ঠে গলা মিলিয়ে এক অনন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে ক্লাব কর্মকর্তারা ও আগত অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিজয়ীদের মধ্যে মধ্যে পুরস্কার তুলে দেন, সানমান গেøাবালের সিইও মাসুদ রানা তপন, লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান জিলানী, ক্লাব সদস্য সীমা সুষ্মিতা, পাপিয়া বেগম, সরোয়ার হোসেন, স্যামুয়েল স্টিফেন পিনারু।

বনভোজন কমিটির আহ্বায়ক তাপস সাহা ও সদস্য সচিব মাহমুদুল হাসান পহলভি অনুষ্ঠানের সামগ্রিক তদারকি ও বিভিন্ন প্রকার খেলাধুলা পরিচালনা করেন। তারা বলেন, বনভোজনে নিউইয়র্কে কর্মরত সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল। আমরা চেষ্টা করেছি সবাইকে একটি উৎসবমুখর দিন উপহার দিতে। আমরা আশা করি সেটা পেরেছি, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। বনভোজনে স্পন্সর হিসাবে সহযোগিতা করেন মার্কস হোমকেয়ার, কুইন্স এডাল্ট ডে কেয়ার, এসেনসিয়াল হোম কেয়ার, গোল্ডেন এইজ হোমকেয়ার, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার, বারি হোম কেয়ার, স্টার ফার্নিচার, এ্যাপেলো ব্রোকারেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension