
তুরস্কে ভিসা-মাস্টারকার্ড বয়কটের ডাক
চলমান যুদ্ধে গাজায় ইসরায়েলী হামলায় শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক ফিলিস্তিনি হত্যার জেরে এবার ব্যাংকিং লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড বয়কট করছে তুরস্কের জনগণ।
গত সপ্তাহেই, ইসরায়েলকে সমর্থনের অভিযোগে কোকাকোলা ও নেসলের পণ্য বয়কটের ঘোষণা দেয় তুরস্কের সংসদ। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, যেসব প্রতিষ্ঠান ও দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের বয়কটের করছেন তুর্কিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলপন্থী অভিযোগ এনে ব্যাংকিং লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড বয়কট করে নিজস্ব লেনদেন সেবা ট্রয়ের ব্যবহার বেড়েছে তুরস্কে।
২০১৫ সালে ইস্তাম্বুল ভিত্তিক ইন্টারব্যাংক কার্ড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এই ট্রয় কার্ড চালু করে। আর ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এই কার্ডটিকে স্বীকৃতি দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রয় ব্যবহারের পক্ষে জনমত গড়ে তুলতে এরই মধ্যে হ্যাশট্যাগ চালু হয়েছে। ফলে অল্পসময়ের মধ্যেই ১ কোটি ৯০ লাখ ট্রয় কার্ড নতুন করে চালু করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর, এখন পর্যন্ত ১১ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে প্রায় অধিকাংশই শিশু। এদিকে সারাবিশ্বে ফিলিস্তিনে বেসামরিক মানুষ হত্যা বন্ধে ইসরায়েলকে চাপ প্রয়োগের দাবি উঠছে।