পৃথিবীর নিকটবর্তী তারকা সিস্টেমে পানি শনাক্ত
পৃথিবী থেকে বেশ কাছেই অবস্থিত একটি তারকা সিস্টেমে পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ওই তারকার চারদিকে এখনও গ্রহগুলো কেবলমাত্র তৈরি হচ্ছে। শিশু এই তারকা সিস্টেমটির নাম পিডিএস ৭০। এটি আমাদের থেকে ৩৭০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
সিএনএন জানিয়েছে, বিজ্ঞানীরা এই নক্ষত্র থেকে পানির বাষ্প উড়তে দেখেছেন। ফলে তাদের বিশ্বাস, এই নক্ষত্রের চারদিকে যেসব গ্রহ সৃষ্টি হচ্ছে তাতে একদিন প্রাণ ধারণ সম্ভব হবে। পিডিএস ৭০ মাত্র ৫৪ লাখ বছর আগে সৃষ্টি হয়েছে। তবে এটি আমাদের সূর্য্যের থেকে বেশ ঠাণ্ডা। এর চারদিকে দুইটি দৈত্যাকৃতির গ্যাসের পিণ্ড ঘুরছে। এগুলো ভবিষ্যতে গ্রহে পরিণত হবে। সেখানে আরও একটি গ্রহ থাকতে পারে বলেও ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা।
এই নক্ষত্রেই পানির বাষ্পের সন্ধান পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ।
পিডিএস-৭০ থেকে ১৬০ মিলিয়ন কিলোমিটার দূরেই এই বাষ্পের সন্ধান পাওয়া গেহচে। পৃথিবী ও সূর্য্যের মধ্যেকার দূরত্ব হচ্ছে ১৫০ মিলিয়ন কিলোমিটার। অর্থাৎ, এই নক্ষত্রটিতে যেসব গ্রহ গড়ে উঠছে তাতে পানি তরল অবস্থায় থাকতে পারবে।