
আন্তর্জাতিকখেলা
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক
‘ফুটবল রাজা’ পেলের মৃত্যুতে শোক স্তব্ধ গোটা ফুটবল দুনিয়া। খুব স্বাভাবিকভাবেই সবচেয়ে শোকে কাতর ব্রাজিলের মানুষ।
তিনবারের বিশ্বকাপজয়ী মহাতারকার বিদায়ে দেশটির সরকার ঘোষণা করল তিন দিনের রাষ্ট্রীয় শোক।
এক বিবৃতিতে ব্রাজিলের সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানিয়েছে।
অনেকদিন ধরেই পেলে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন।
বৃহস্পতিবার রাতে সাও পাওলোর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেলে। গত এক মাস ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।