
বিক্ষোভে দুই শতাধিক মৃত্যু নিশ্চিত করেছে তেহরান
ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে প্রথমবারের মতো জানিয়েছে দেশটির একটি শীর্ষ রাষ্ট্রীয় নিরাপত্তা কর্তৃপক্ষ। যদিও জাতিসংঘ ও একাধিক মানবাধিকার সংস্থার দাবি, তিন মাসের বেশি সময় ধরে চলমান এ বিক্ষোভ এরই মধ্যে ৩০০-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
শনিবার সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরান নাগরিকদের অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছে। সরকারবিরোধী বিক্ষোভে শাসন কাঠামো রক্ষা করেছেন বলেও দাবি করেন তিনি।
শীর্ষ রাষ্ট্রীয় নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২০০ মানুষ প্রাণ হারিয়েছে, যা জাতিসংঘ ও একাধিক মানবাধিকার সংস্থার দেয়া সংখ্যার তুলনায় অনেক কম।
নিরাপত্তা হেফাজতে থাকাকালীন ২২ বছর বয়সী কুর্দি নারী মাসা আমিনির মৃত্যুর পর গত সেপ্টেম্বরে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এরপর ওই মাসের শেষদিকে ইরানের অসংখ্য শহরে হিজাববিরোধী বিক্ষোভের সূত্রপাত ঘটে। একপর্যায়ে তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। এতে দেশটির সর্বস্তরের মানুষ অংশ নিলে এবারের বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের মোল্লাতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।
সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শনিবার গভীর রাতে রাজধানী তেহরানের পূর্ব হাফট হাউজ এলাকাসহ কিছু অংশে সরকারবিরোধীরা নতুন করে বিক্ষোভ করছে। এ সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। যদিও রয়টার্স তাত্ক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।