আন্তর্জাতিকপ্রধান খবর

ভারত চাঁদে যাচ্ছে, পাকিস্তান ভিক্ষা করছে: নওয়াজ শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগামী মাসে দেশে ফিরছেন। কিন্তু তার আগেই কথার ফুলঝুরিতে বোমা ফাটালেন তিনি।

সম্প্রতি লন্ডন থেকে লাহোরে দলের কর্মীদের মাঝে ভিডিও বার্তা দিচ্ছিলেন নওয়াজ শরীফ। তখন তিনি বলেন, আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী একের পর এক দেশে গিয়ে অর্থভিক্ষা করছেন। আর ভারত চাঁদে পৌঁছে গেছে, জি-২০ শীর্ষ বৈঠক করছে। ভারত যা পেরেছে, তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এর জন্য দায়ী কে?

নওয়াজ শরীফের দাবি, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাদের ভাণ্ডারে বিদেশি মুদ্রা ছিল ১০০ কোটি ডলার। আজ ভারতের কাছে ৬০ হাজার কোটি ডলারের বিদেশি মুদ্রার সঞ্চয় আছে। আর পাকিস্তান ভিক্ষা করছে।

নওয়াজ শরীফ এমন সময় এ কথা বললেন, যখন গত জুলাই মাসে আইএমএফ পাকিস্তানকে অর্থনীতি সামলানোর জন্য ১২০ কোটি মার্কিন ডলার সাহায্য দিয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী বলছেন, আগামী ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। গত চার বছর ধরে তিনি লন্ডনে স্বেচ্ছা-নির্বাসনে আছেন। বলা হচ্ছে, দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিতে তিনি দেশে ফিরবেন।

এছাড়াও ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে সেনা কর্মকর্তা ও বিচারপতিদের দায়ী করেছেন নওয়াজ শরীফ।

তিনি দাবি করেন, পাকিস্তানকে লোডশেডিংমুক্ত করার পরেও চারজন বিচারপতি তাকে শাস্তি দিয়েছেন। তাকে ক্ষমতা থেকে তাড়ানোর পেছনে আইএসআইয়ের সাবেক প্রধান হামিদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া ছিলেন বলেও তিনি অভিযোগ করেন।

নওয়াজ শরীফের দাবি, সাবেক প্রধান বিচারপতি সাকিব নাজির ও আলি সঈদ খোসাকে এই কাজে ব্যবহার করেছিলেন সেনাপ্রধান। তাদের ক্ষমা করা হবে না। তাদের শাস্তি পেতে হবে। এদের জন্যই আজ পাকিস্তানের এই অবস্থা।

সূত্র: ডয়চে ভেলে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension