
মাইক্রোসফটে যোগ দিচ্ছেন স্যাম অল্টম্যান
ওপেনএআই’র সিইও পদ ছাড়ার পর এবার মাইক্রোসফটে যোগ দিচ্ছেন চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। ‘একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব’ দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দিচ্ছেন তিনি। তার সঙ্গে যোগ দিচ্ছেন তৎকালীন এআই এর সাবেক সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানও। সোমবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’-এ এই ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের চেয়ারম্যান সত্য নাদেলা। সোমবার এই খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নাদেলা তার পোস্টে লিখেছেন, “আমরা অত্যন্ত আননন্দের সঙ্গে জানাচ্ছি যে, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফ্টে যোগ দিচ্ছেন।’
পোস্টে তিনি আরও জানান, নতুন উন্নত এআই গবেষণা দলের সিইও হবেন স্যাম অল্টম্যান। মাইক্রোসফট ওপেনএআই এর সবচেয়ে বড় বিনিয়োগকারী।
গত শুক্রবার (১৭ নভেম্বর) চ্যাটজিপিটি’র সিইও এর পদ থেকে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা হলে, এর প্রতিবাদে ওপেনএআই সংস্থা থেকে আরও অনেক কর্মীরা পদত্যাগ করেছিলেন। তাদের মধ্যে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান-ও রয়েছেন।
চ্যাটজিপিটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্যাম অল্টম্যানের। তাকেই চ্যাটজিপিটি’র স্রষ্টা হিসেবে চেনে বিশ্ব।