
রাশিয়ার পারমাণবিক হামলার প্রস্তুতি সম্পর্কে সিআইএ প্রধান
ইউক্রেন যুদ্ধে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক বিল বার্নস।
মার্কিন গোয়েন্দা প্রধান ফিন্যান্সিয়াল টাইমস সম্মেলনে বলেন, ইউক্রেনের প্রতিরোধকে পরাজিত করার জন্য রাশিয়ান সেনাবাহিনীর ক্ষমতার ওপর পুতিনের বিশ্বাস সম্ভবত মূল যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও নড়চড় হয়নি।
তিনি বলেন, ‘আমার মনে হয় তার (পুতিনের) মনে গেঁথে আছে, তিনি কখনো হারতে পারেন না এবং তার বিশ্বাস রয়েছে যুদ্ধক্ষেত্রে তাদের উন্নতি হবে।
মার্কিন গোয়েন্দা প্রধান বলেন, আমরা একটি গোয়েন্দা গোষ্ঠী হিসাবে রাশিয়ার মোতায়েন এমনকি কৌশলগত পারমাণবিক সম্ভাব্য ব্যবহারের কোনো পরিকল্পনার বাস্তব প্রমাণ দেখতে পাইনি।
এক সংবাদ সম্মেলনে সিআইএ পরিচালক আরও বলেন, গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা পিছু হটলেও পুতিনের বিশ্বাস ইউক্রেনের প্রতিরোধ ভেঙে দিতে মস্কো সক্ষমতা রাখে।
সিআইএ পরিচালকের ভাষায়, ‘আমি মনে করি পুতিন এমন একটি মানসিক অবস্থার মধ্যে রয়েছেন যেখানে তিনি (পুতিন) বিশ্বাস করেন না যে, তিনি (ইউক্রেন যুদ্ধে) পরাজিত হতে পারেন।’
মার্কিন গোয়েন্দা সংস্থার এই প্রধান বলছেন, একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন ইস্যুতে বছরের পর বছর ধরে ‘উদ্বেগের’ মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
ইউক্রেন আগ্রাসনের শুরুতেই ২৮ ফেব্রুয়ারি পরমাণবিক অস্ত্র বিশেষ সতর্কাবস্থায় রাখার নির্দেশ দেন পুতিন। তার এই নির্দেশ থেকেই ইউক্রেন যুদ্ধকে বৃহত্তর পারমাণবিক সংঘাতে পরিণত করার ইঙ্গিত থাকতে পারে বলে অনেকে মনে করছেন।
মস্কো চলমান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে বারবার সতর্ক করছে কিয়েভ। যদিও পরমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা নেই বলেই জানিয়ে আসছে রাশিয়া।