
লস অ্যাঞ্জেলেসে হামলাকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। হু চান ট্রান নামে ৭২ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানান, হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় একটি সাদা গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়। এ ছাড়া গাড়িটিতে কিছু প্লেট পাওয়া যায়। পুলিশের ধারণা সেগুলো চুরি করা প্লেট ছিল।
স্থানীয় সময় গত শনিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে লস অ্যাঞ্জেলেস থেকে ১১ কিলোমিটার পূর্বে মন্টেরে পার্ক শহরের স্টার বলরুম ড্যান্স স্টুডিওতে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া যায়।
আরও এক স্টুডিওতে হামলার চেষ্টা
বন্দুকধারীর মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে রবার্ট লুনা জানান, হু চান ট্রান নামে ওই ব্যক্তি আরও বেশি হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন।
রবার্ট লুনা বলেন, স্টার বলরুম ড্যান্স স্টুডিওতে হামলার প্রায় ৩০ মিনিট পর ওই ব্যক্তি আরও একটি স্টুডিওতে হামলার চেষ্টা চালান। নিকটবর্তী শহর আলহাম্বরার একটি নাচের স্টুডিওতে যান। তবে সেখানে ঢোকার পর দুই ব্যক্তি তাকে বাধা দেয়ায় পরাস্ত হয়ে সেখান থেকে ফিরে যান ট্রান।
ভয়াবহ এই হত্যাকাণ্ডের প্রায় ১২ ঘণ্টা পর স্থানীয় সময় রোববার দুপুর ১টার দিকে মন্টেরে পার্ক শহরের ৪৮ কিলোমিটার দূরে একটি সন্দেহভাজন সাদা ভ্যানে তল্লাশি চালানোর প্রস্তুতি নেয় পুলিশের বিশেষ ইউনিট (সোয়াট)। এ সময় ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যায়। পরে গাড়িটির স্টিয়ারিং হুইলে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
শেরিফ জানান এ ঘটনায় এশীয় বংশোদ্ভূত ওই ব্যক্তি একাই জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পর্যটন শহর মন্টেরে পার্কে জাঁকালো আয়োজনে চান্দ্র নববর্ষ বা লুনার ইয়ার উদ্যাপনে আগে থেকেই জড়ো হন হাজারও মানুষ। সেই জনাসমাগমের মধ্যেই হামলাটি ঘটল। তবে এই হামলার কোনো কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় গুরুতর আহত অন্তত সাতজন এখনোও হাসপাতালে রয়েছেন। হামলার ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানান, তিনজন লোক দৌড়ে একটি রেস্তোরাঁয় ঢোকেন। এ সময় তারা দ্রুত দরজা বন্ধ করার তাগিদ দিয়ে বলতে থাকেন, একজন ব্যক্তি মেশিন গান নিয়ে বাইরে ছুটছে।
যুক্তরাষ্ট্রে প্রায়ই এ ধরনের বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। কোনো কোনো ঘটনায় সন্ত্রাসের সম্পৃক্ততা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশের জের উদ্ঘাটন করেন তদন্তকারীরা।