যুক্তরাষ্ট্র

রাশিয়াকে গোপনে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া গোপনে রাশিয়াকে উল্লেখযোগ্যহারে গোলাবারুদ পাঠাচ্ছে বলে ফের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এ কথা জানান।

মস্কো ক্রমবর্ধমান এই যুদ্ধে টিকে থাকতে তার সব মিত্রের শরণাপন্ন হচ্ছে। জন কিরবি বলেন, রাশিয়ার মিত্র হিসেবে উত্তর কোরিয়া অস্ত্র দিয়ে তাদের যুদ্ধে সহায়তা করে যাচ্ছে। এর ফলে পশ্চিমারাও সহায়তা জোরদার করবে ইউক্রেনে।

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা উত্তর কোরিয়া গোপনে অস্ত্র সরবরাহ করছে, আর আমরা অস্ত্রের সেই চালানগুলো গ্রহণ করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে যাচ্ছি।’

যদিও তিনি অস্ত্র পরিবহনের বিষয়ে বিশদ কোনো তথ্য জানাননি কিংবা উত্তর কোরিয়ার এ চালান রুখতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কি না সে সম্পর্কেও কিছু উল্লেখ করেননি।

এদিকে চলতি বছর রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার প্রায় দুই ডজন ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং; যার একটি সিউলের জলসীমানায় গিয়ে পৌঁছায়।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে বড় যৌথ বিমান মহড়া পরিচালনা করে। উত্তর কোরিয়া এ মহড়াকে বেপরোয়া উসকানি বলে মন্তব্য করে। এর পরই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে উভয় দেশ।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা না করার জন্য চীনসহ যুক্তরাষ্ট্রের সব প্রতিপক্ষকে সতর্ক করে আসছে তারা।

তবে উত্তর কোরিয়া মস্কোকে সহায়তা করছে বলে জানায় ওয়াশিংটন। পাশাপাশি ইরানও সহায়তা করছে বলে অভিযোগ আনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইরানের সরবরাহ করা ড্রোন দিয়েই ইউক্রেনজুড়ে প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে রাশিয়া। যদিও এ দাবি অস্বীকার করেছে তেহরান।

গত মাসে কিরবি জানান, ইরানের কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন রুশ সেনাদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension