বিজ্ঞান ও প্রযুক্তিযুক্তরাষ্ট্র

১৯০০ কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। নতুন এক পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানটির গেমিং ডিভিশন থেকে কাজ হারাচ্ছেন প্রায় ৯ শতাংশ কর্মী। এতে প্রায় ১ হাজার ৯০০ জন চাকরিচ্যুত হবেন বলে জানিয়েছেন মাইক্রোসফটের গেমিং ডিভিশনের সিইও ফিল স্পেন্সার। খবর সিএনবিসি।

বর্তমানে একই পদে একাধিক কর্মী থাকায় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফিল স্পেন্সার। এছাড়া এ সিদ্ধান্ত কেম্পানির দীর্ঘ পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের বৃহৎ গেমস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের তিন মাস পর এ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল মাইক্রোসফট।

অন্যদিকে ব্লিজার্ডের সাবেক প্রেসিডেন্ট মাইক ইবারার মাইক্রোসফট ও ব্লিজার্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২৫ জানুয়ারি মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে এক বার্তায় প্রতিষ্ঠান দুটি ছাড়ার ঘোষণা দেন তিনি। একই ঘোষণা দিয়েছেন ব্লিজার্ডের সহপ্রতিষ্ঠাতা অ্যালেন অ্যাডহাম। এছাড়া সম্প্রতি নতুন গেম নির্মাণ বন্ধের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের গেমিং স্টুডিওর প্রধান ম্যাট বুটি।

কল অব ডিউটি ও ডায়াবলোসহ বেশ কয়েকটি জনপ্রিয় গেমের নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড। মোবাইলের গেমস নির্মাণেও প্রতিষ্ঠানটির রয়েছে বড় বিনিয়োগ। প্রায় ৬ হাজার ৯০০ কোটি ডলারের বিনিময়ে ব্লিজার্ডের মালিকানা অধিগ্রহণ করে মাইক্রোসফট, যা প্রায় লিংকডইন অধিগ্রহণের দ্বিগুণ।

সম্প্রতি মাইক্রোসফট সংবাদমাধ্যমগুলোয় তাদের বিনিয়োগ বাড়ানোয় কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন কোনো কোনো বিশ্লেষক।

সম্প্রতি উচ্চ মূল্যস্ফীতির ফলে গ্রাহক হারাচ্ছে মার্কিন প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো। ফলে বাজারে নিজেদের স্থিতিশীল রাখতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা। প্রযুক্তি সংস্থাগুলো ২০২৪ সাল থেকেই এ পথে হাঁটছে। এর আগে গত বছর টেনসেন্টের মালিকানাধীন রায়ট গেমস, টিকটক থেকে ডিসকর্ডের সংস্থাগুলো এক লাখের বেশি কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে গত সপ্তাহে নতুন করে পাঁচ শতাধিক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় রায়ট গেমস। সম্প্রতি ইবে তাদের প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension