করোনাভারত

৬ থেকে ১২ বছরের শিশুদের কোভ্যাকসিনের ছাড়পত্র দিল ভারত

জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের কোভিড টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার।

ভারতের টিকা এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (ডিসিজিআই) জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খুব শিগগির এ টিকা দেওয়া চালু হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে কবে থেকে চালু হবে টিকা, তা নিয়ে এখনই স্পষ্ট করে দেশটির সরকার কিছু জানায়নি।

চীনসহ বেশ কিছু দেশে ইতোমধ্যে করোনার সংক্রমণ বেড়ে গেছে। ভারতের রাজধানী দিল্লিসহ দেশের কিছু শহরেও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে।

এমতাবস্থায় ৬ থেকে ১২ বছর বয়সিদের টিকাকরণ হলে ওই বয়সসীমার শিশুরাও কিছুটা নিরাপদ বোধ করবে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের ধারণা।

গত ২৪ ঘণ্টায় ভারতে দুই হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ৩০ লাখ ৬২ হাজার ৫৬৯।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension