আন্তর্জাতিকএশিয়া

ইমরান খানের জীবন হুমকির মুখে: ইসলামাবাদ হাইকোর্ট

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মুখে। আজ শুক্রবার এমন মন্তব্য করেন পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক আমির ফারুক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন মন্তব্য করেন এ বিচারক। পাক গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়।

বিচারক আমির ফারুক বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য আরও চেষ্টা করা হতে পারে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিক্ষোভ সমাবেশ উপলক্ষে রাস্তা বন্ধের বিরুদ্ধে দায়ের করা এক পিটিশনের শুনানিতে এমন মন্তব্য করেন এ বিচারক।

এর আগে বিচারক ফারুক ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শকের কাছে এ পিটিশনের ব্যাপারে একটি প্রতিবেদন তলব করেন। একই সঙ্গে ঝামেলামুক্ত বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি পরিকল্পনা চান।

শুনানির সময় আদালতে পেশ করা একটি গোয়েন্দা প্রতিবেদনে উদ্বৃতি দিয়ে বিচারক বলেন, ইমরান খানের ওপর আরেকটি হামলার হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ ইস্যুতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং রাষ্ট্রের দায় রয়েছে।

এর আগে ৩ নভেম্বর (বৃহস্পতিবার) পাকিস্তানে ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান ইসমাইল জানান, ইমরান খানের পায়ে অন্তত ৩ থেকে ৪টি গুলি লেগেছে। এ ছাড়া পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাত্তাহ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারী ইমরান খানকে বহন করা কন্টেইনার লক্ষ্য করে একে-৪৭ দিয়ে গুলি করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension