আন্তর্জাতিক

নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল

নেপালের নতুন প্রেসিডেন্ট হয়েছেন নেপালি কংগ্রেসের বর্ষীয়ান নেতা রাম চন্দ্র পাওদেল। দেশটির নির্বাচন কমিশনের মতে, তিনি ৩৩ হাজার ৮০০টি ও ২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেপালের কমিউনিস্ট পার্টির -ইউনিফায়েড মার্ক্সসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) নেতা সুবাস চন্দ্র নেমবাং ১৫ হাজার ৫০০ ও ১৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন কেবল কেন্দ্রীয় পার্লামেন্টের ও প্রাদেশিক আইনসভার সদস্যরা। নির্বাচনে কেন্দ্রীয় পার্লামেন্টের ৩১৩ জন সদস্য অংশ নিয়েছিলেন। আর প্রাদেশিক আইনসভা থেকে অংশ নেন ৫১৮ জন সদস্য। তবে কেন্দ্রীয় পার্লামেন্টের ও প্রাদেশিক আইনসভা মিলিয়ে ৫২ হাজার ৭৮৬ জন ভোট দিতে পারেন।

নির্বাচনের আগে সিপিএন-ইউএমএল ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ব্যতীত সব দল রাম চন্দ্র পাওদেলকে সমর্থন জানায়। পাশাপাশি আরপিপি এ নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দান থেকেও বিরত থেকেছে। বিপরীতে সুবাস চন্দ্র নেমবাং নিজ দল ও আইনসভার সদস্যদের সমর্থন পেয়েছেন।

সূত্র: এএনআই

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension