আন্তর্জাতিকআফ্রিকা

মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় কমপক্ষে নিহত ১০০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ নিহত ও ৩০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

আল-জাজিরা জানয়েছে, মোহামুদ হামলার জন্য আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে রবিবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের বলেছেন, তিনি আশঙ্কা করছেন, জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়বে।

মোহামুদ বিস্ফোরণস্থল পরিদর্শন করার পর বলেন, ‘আমাদের মানুষকে তারা হত্যা করেছে। তাদের কেউ সন্তানদের কোলে নিয়ে থাকা মা, কেউ পড়াশোনা করতে আসা, কেউ আবার ব্যবসায়ী। যারা তাদের পরিবারের জীবিকার জন্য লড়াই করছিলেন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলাটি ব্যস্ততম সোবে মোড়ে সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও একটি স্কুল লক্ষ্য করে চালানো হয়।

পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে সাংবাদিকদের বলেন, হামলায় নারী, শিশু ও বৃদ্ধরা নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনা জানিয়েছে, স্বাধীন সাংবাদিক মোহাম্মদ ইস কোনাও নিহত হয়েছেন এ হামলায়।

প্রথম বিস্ফোরণটি ঘটানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে। পুলিশ কর্মকর্তা নুর ফারাহ রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, এরপর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয় যখন অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় এবং আহতদের সাহায্য করার জন্য লোকজন জড়ো হয়।

নুর ফারাহ বলেন, ‘দ্বিতীয় বিস্ফোরণের সময় আমি ১০০ মিটার দূরে ছিলাম।’ প্রত্যক্ষদর্শী আবদিরাজাক হাসান অ্যাসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থাকে বলেছেন, ‘আমি মাটিতে পড়ে থাকা মৃতদেহ গুনতে পারিনি।’

তিনি বলেন, প্রথম বিস্ফোরণটি শিক্ষা মন্ত্রণালয়ের ঘেরের দেয়ালে আঘাত হানে।

বিস্ফোরণস্থলের কাছাকাছি রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, দুটি বিস্ফোরণ পরস্পরের কয়েক মিনিটের মধ্যে ঘটে এবং আশপাশের জানালার কাচ ভেঙে যায়।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের ওপর দিয়ে ধোঁয়ার বড় কুণ্ডলী উঠতে দেখা যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension