প্রবাস

আটলান্টিক সিটিতে নিউ জারসি স্টেট লীগ অব মিউনিসিপ্যালিটিসের কনভেনশন

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৪ নভেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘নিউ জারসি লীগ অব মিউনিসিপ্যালিটিসের ১০৮তম কনভেনশন । এই কনভেনশন শেষ হবে আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর)।

নিউ জারসি রাজ্যেরে ৫৬৪টি মিউনিসিপ্যালিটির মেয়র , নির্বাচিত ও মনোনীত কর্মকর্তারা সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা এই কনভেনশনে যোগ দিচ্ছেন।

নিউ জারসি লীগ অব মিউনিসিপ্যালিটিস এর কনভেনশন উপলক্ষে গত ১৪ নভেম্বর, মঙ্গলবার রাতে শোবোট হোটেলের ওয়াটার পার্কে ভিজিট আটলান্টিক সিটি ও আটলান্টিকসিটির মেয়র মারটি স্মলের উদ্যোগে “অফিসিয়াল কিক অফ এক্সট্রাভাগানজা”র আয়োজন করা হয়। নাচে-গানে ভরপুর এই অনুষ্ঠানে কনভেনশনে অংশগ্রহনকারীরাসহ আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension