গুগলের নতুন ডোমেইন আইএনজি
গুগল রেজিস্ট্রি একটি নতুন ধরনের ডোমেইন এনেছে। নতুন এই ডোমেইনটির নাম ডটআইএনজি (.ing)। গুগল এই সেবা চালু করলে এই নতুন এক্সটেনশন ব্যবহার করলে ওয়েবসাইটের পূর্ণাঙ্গ শব্দ তৈরি করা যাবে। অর্থাৎ আরও আকর্ষণীয় হয়ে উঠছে গুগলের ডোমেইন।
নতুন এই ডোমেইনের কারণে এখন থেকে দেখা যাবে যেসব শব্দের শেষে আইএনজি যুক্ত আছে সেসব শব্দের বাকি অংশ দিয়ে ওয়েব অ্যাড্রেস তৈরি করা হচ্ছে। এই এক্সটেনশনের ডোমেইন কিনতে গেলে গুনতে হবে অতিরিক্ত কিছু অর্থ। গুগলের প্রতিনিধি ক্রিস্টিনা ইয়ে জানান, এজন্য এককালীন কিছু বাড়তি টাকা গুনতে হবে। ডিসেম্বরের ৫ তারিখ আসা পর্যন্ত এই বাড়তি খরচ কমতে শুরু করবে। ৫ ডিসেম্বর বিকাল ৪টায় ডোমেইনটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে।
কম মূল্যের ডোমেইন যদিও রয়েছে তবে নতুন ডোমেইনের কিছু কিছু নাম অনেক দামি। গুগল পাশাপাশি আরও একটি ডোমেইন নিয়েও কাজ করছে ডটমিমি (.meme) নামে। গুগলের একটি রেজিস্ট্রি পোস্টের সূত্রে জানা যায়, এটি একটি টপ লেভেলের ডোমেইন। ২৮ নভেম্বর এটি সীমিত আকারে চালু হতে পারে। ডিসেম্বরে ৫ তারিখ থেকে এটি সবার জন্য উন্মুক্ত হবে।
সূত্র: দ্য ভার্জ