ভারত

ভারতে খালিস্তানপন্থিদের ধরতে ৬ রাজ্যে অভিযান

শিখদের ঘোষিত রাষ্ট্র খালিস্তানের পক্ষে তৎপরতা চালানোর অভিযোগে দিল্লিসহ ৬ রাজ্যের ৫৩টি অঞ্চলে অভিযান চালিয়েছে ভারত। বুধবার দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত শাখা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এনআইএ) এ অভিযান চালিয়েছে। দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড ও পাঞ্চাব-হরিয়ানার রাজধানী শহর চন্ডিগড়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এনআইএ। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় তারা। যদিও গ্রেফতার হওয়াদের সঠিক সংখ্যা জানানো হয়নি।

সম্প্রতি খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার সম্পর্কে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতকে অভিযুক্ত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দুই দেশের এই টানাপোড়েনের মধ্যেই খালিস্তানপন্থি শিখস ফর জাস্টিসের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন সম্প্রতি হরদীপ হত্যার প্রতিশোধ নিতে বিশ্বকাপ ক্রিকেটে নাশকতার হুমকিও দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension