বাংলাদেশরাজনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভেদ তৈরিতে উসকানি দিচ্ছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভেদ তৈরিতে উসকানি দিচ্ছে বিএনপি। কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকায় আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনের সামনের রাস্তায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিজয় শোভাযাত্রা ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

ওবায়দুল কাদের বলেন, আজকে দেশে আমেরিকান দূতাবাসের সঙ্গে টানাপোড়েন হলে কূটনৈতিক পদ্ধতিতে তাদের সঙ্গে আমরা ফয়সালা করব। আমাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভেদ তৈরিতে উসকানি দিচ্ছে বিএনপি। আমি যুক্তরাষ্ট্রসহ সব দূতাবাসকে আশ্বস্ত করছি, কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই। সবাই নিরাপদে থাকবেন।’

তিনি বলেন, বিএনপির ১০ ডিসেম্বর হুঙ্কারের পতন হয়েছে। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা দেশবিরোধী ষড়যন্ত্রে নেমেছে। অপচেষ্টা করেও বিএনপি কূটনৈতিক সম্পর্ক নষ্ট করতে পারবে না।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘তারা সরকারকে লালকার্ড দেখানোর কর্মসূচিতে ব্যর্থ হয়েছে, আজকে কোনো বিষয়ে যদি টানাপোড়েন হয়, তার বিচার চাইবে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের কথা হবে, আপনারা কে? যুক্তরাষ্ট্র কিছুই বলে না। অথচ বিএনপি আগবাড়িয়ে পুরোনো কথা বলছে। আগেও অশ্ব ডিম্ব পেড়েছে, ৩০ তারিখেও ঘোড়ার ডিম পাড়বে। যদি তারা সফল হয়, ঘোড়া সেদিন ডিম পাড়বে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে। যারা খুন করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। একাত্তরের খুনিদের বিরুদ্ধে, পঁচাত্তরের খুনিদের বিরুদ্ধে খেলা হবে। সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। তার জন্য প্রস্তুত হতে হবে।’

‘আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এবার আমরা গড়ব স্মার্ট বাংলাদেশ’, যোগ করেন তিনি।

বেলা পৌনে ২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ সমাবেশের আনুষ্ঠানিক সূচনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ঢাকঢোল নিয়ে বর্ণাঢ্য সাজের মিছিলে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণসহ সহযোগী সংগঠনের সবর্স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

রাজধানীতে এই শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, রাজধানীর পাশাপাশি সারা দেশে একযোগে এ ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension